প্রীয়,

      গ্রাহক আপনারা অবগত আছেন বেশ কিছুদিন যাবৎ ডলার এর তূলনায় টাকার মান দুর্বল হওয়ায়, আমাদের বেশি মূল্যে ডোমেইন   কিনতে হচ্ছে এবং সারভার ভাড়া ও বেসি দিতে হচ্ছে অনেক। WooHostBD পরিবার আপনাদের সব সময় নিম্ন মূল্যে হোস্টিং প্রভাইড করার চেস্টা করে। প্রতি নিয়ত ডলার এর মূল্য পরিবর্তন হওয়ায় আমরা ও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তবে আপনারা বিভ্রান্ত হবেন না। কম মূল্যে ডোমেইন হোস্টিং প্রভাইড করার সুযোগ তৈরী হলে পূনরায় আমরা আমাদের প্যানেল থেকে ডোমেইন এর মূল্য পূন নির্ধারণ করে দিব।

আমাদের প্রতি আপনাদের ভালোবাসা আমাদের কাজে অনুপ্রেরণা তৈরী করবে।

WooHostBD এর সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।



Wednesday, July 27, 2022

«Tillbaka